পাবনা প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন

পাবনার সাঁথিয়ায় আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। এ সেতু নির্মাণ হলে রাজধানী ঢাকার সঙ্গে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ীর সঙ্গে যোগাযোগের দূরত্ব কমে যাবে। ফলে পাবনার জনসাধারণের সুফল থেকে বঞ্চিত থাকবে। সংগঠনের সভাপতি আলহাজ নিজাম উদ্দিন বলেন, যমুনা সেতুর ওপর চাপ কমাতে এবং উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর স্বল্প সময়ে যাতায়াত নিশ্চিত করতে এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সম্পাদক ডা. মনসুরুল আলম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে পাবনাকে সংযুক্ত ও রাজবাড়ীকে একীভূত করে রেললাইনসহ ওয়াই টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে পাবনা, নাটোর, রাজশাহী, কুষ্টিয়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার জনসাধারণ সহজে যাতায়াত করতে পারবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close