নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ ছাত্রী

নারায়ণগঞ্জের বন্দরে একদিনে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে লাবণ্য (১৫) ও মিথিলা আক্তার (১৫) নামের সপ্তম ও দশম শ্রেণির দুই ছাত্রী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বন্দর ইউনিয়নের কুশিয়ারা ও ধামগড় ইউনিয়নের কাজীপাড়া গ্রামে গিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন ইউএনও।

ইউএনও শুক্লা সরকার জানান, মহিলা অধিদপ্তর ও স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কুশিয়ারার লুৎফর রহমান ও কাজীপাড়া গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে যান তিনি। এ সময় লুৎফর রহমানের সপ্তম শ্রেণি পড়–য়া কন্যা লাবণ্য ও আলতাফ হোসেনের দশম শ্রেণিতে পড়–য়া কন্যা মিথিলার বিয়ের প্রস্তুতি চলছিল। পরে তিনি বিয়ে বন্ধ করে দেন এবং ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না এই মর্মে দুই ছাত্রীর অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close