মেহেরপুর প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

মেহেরপুরে সাইটসেভার্সের সভা

দেশের সাড়ে ১০ লক্ষাধিক মানুষ অন্ধ

মেহেরপুর সিভিল সার্জনের হলরুমে বাংলাদেশ জেলা চক্ষুসেবা প্রকল্প ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্সের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন অলোক কুমার দাস।

সভায় সাইটসেভার্সের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন বলেন, বাংলাদেশে ১০ লাখ ৬৬ হাজার অন্ধ মানুষ আছেন। এর মধ্যে ৮ লাখ ৫২ হাজার ছানিজনিত অন্ধ। ৬০ লাখ মানুষ চোখের সমস্যায় ভুগছে। আক্রান্তদের ৯০ ভাগের বসবাস শহর এলাকায়। আক্রান্তদের ৭৫ ভাগ মানুষকে চিকিৎসায় ভালো করা সম্ভব। আক্রান্তদের ২৫ ভাগকে চিকিৎসা দিয়ে দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তাহাজ্জেল গোসেন, বিএমএর সভাপতি রমেস চন্দ্র দাস প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close