ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় জিটিভি জেলা প্রতিনিধি জহির রায়হানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন আ.লীগ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে বক্তারা বলেন, স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে সাংবাদিককে খুনের মামলায় জড়ানো হয়েছে। এর পেছনে কলকাঠি নাড়ছে বীরগাঁওয়ের চেয়ারম্যান কবির হোসেন। এই মামলা থেকে জহির রায়হানকে অব্যাহতি প্রদান করে মুক্তি দেওয়া হোক।

কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জিল্লর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বীরগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি হোসেন সরকার, সহ-সভাপতি হাজি ধন মিয়া, সম্পাদক আফজাল হোসেন, বাইশমৌজা বাজার কমিটির সভাপতি হাজি আরিজ মিয়া, আ.লীগ নেতা অলি আহমেদ, সাংবাদিক জহির রায়হানের ছোটভাই মাজহারুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের জোড়া খুনের মামলায় গত ৬ সেপ্টেম্বর শহরের কাউতলি এলাকা থেকে জহির রায়হানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। তিনি ওই মামলার ৯৩ নম্বর আসামি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close