শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

শাহজাদপুরের সেই সাব রেজিস্ট্রারের অপসারণ ও শাস্তির দাবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘুষ গ্রহনকারী সেই সাব-রেজিষ্ট্রারের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলাবাসী। গতকাল রোববার বেলা ১২টায় সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করে। এসময় অনেকে অভিযোগ করেন, উপজেলা সাব রেজিষ্ট্রার সুব্রত কুমার দাসের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেও এখনো পর্যন্ত উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন তদন্ত না করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। মানববন্ধনে উপস্থিত জনসাধারন হতাশা প্রকাশ করে বলেন, ওই সাব-রেজিষ্ট্রারের ঘুষ লেনদেনের ভিডিও দেশব্যাপী ছড়িয়ে পড়লেও কি কারণে এবং কেন? প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হলেও কর্তৃপক্ষের এখনো দৃশ্যমান কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি তা আমাদের এখনো বোধগম্য নয়।

অবিলম্বে ঘুষখোর, দুর্নীতিবাজ ওই সাব- রেজিষ্ট্রারের শাস্তি ও অপসারনের দাবি তোলা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close