পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

বিনামূল্যে খাবার পানি সরবরাহ ও বিদ্যুৎ বিল মওকুফের দাবি

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বকেয়া বিদ্যুৎ বিল মওকুফসহ বিনা মূল্যে খাবার পানি সরবরাহ ও ৫টি গভীর নলকুপ সরকারী করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোবাবর বেলা ১১টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কে রামভদ্রপুর, দধিপুর, ধাপের বাজার ও শেরপুর এলাকার প্রায় ২ শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অশং নেয়।

এসময় বক্তব্য দেন পানি বিদ্যুত সংগ্রাম কমিটির সভাপতি জয়নাল মেম্বার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও আবু সাঈদ প্রমুখ।

উল্লেখ্য, ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে তাপবিদ্যুকেন্দ্রে গভির নলকুপের মাধ্যমে পানি উত্তোলন করায় পার্শ্ববতী এলাকার খাপার পানির সকল উৎস বন্ধ হয়ে গেছে।

ফলে এলকাবাসী দীর্ঘদিন ধরে একটি প্রকল্পের মাধ্যমে পানি সরবরাহের দাবি জানিয়ে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close