প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

বহু ভাষায় সাক্ষরতার আহ্বান

‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ প্রতিপাদ্যে সারা দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষ্যে গতকাল রোববার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষ্যে সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করেন। প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও শিক্ষক, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা এতে অংশনেন। দিবসটি উপলক্ষ্যে বক্তরা বহুভাষায় সাক্ষরতার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধিদের পাঠান খবরÑ

বগুড়া : জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, সদর ইউএনও আজিজুর রহমান, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বগুড়ার সহকারী পরিচালক রবিউল ইসলাম। এদিকে দিবসটি উপলক্ষ্যে বিকেল তিনটায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন বগুড়া জেলার কমিশনার এবং বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলার শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা ফারজানা হক শারমিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসাম্মাৎ ফাতেমা খাতুন প্রমুখ।

ফরিদপুর : জেলা প্রশাসনের আয়োজনে ও এনজিও সমূহের সহযোগিতায় জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোকসানা রহমানের সভাপতিত্বে সভায় পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক রেজভী জামান ও এজাগ-এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার। বক্তব্য দেন এএসপি মো. জামাল পাশা, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, প্রফেসর মো. শাজাহার প্রমুখ।

ঝিনাইদহ : জেলা প্রশাসনের আয়োজনে শহরের র‌্যালি পরবর্তী সভা কেসি কলেজ মিলনায়তনে অনুুষ্ঠিত হয়। সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, জেলা উপআনুষ্ঠানিক শিক্ষা বুরে‌্যার সহকারী পরিচালক শেখ নুরুজ্জামান, সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেনসহ অন্যরা।

মেহেরপুর : বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এডিসি মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক আবদুল্লাহ আল আমীন ধুমকেতু। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আতাউল গণি। বক্তব্য দেন জেলা আ.লীগের সম্পাদক এম এ খালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. ফজলে রহমান, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম প্রমুখ।

নাটোর : জেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সাজেদুর রহমান খান, এএসপি আকরামুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দসহ অন্যান্য।

গাইবান্ধা-গোবিন্দগঞ্জ : জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডিসি মো. আলমগীর কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, জেলা আ.লীগের সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, এএসপি মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসেন আলী প্রমুখ।

এদিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ ইউএনও রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারগ্রাপ্ত) মোকারম হোসেন রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা বোরজাহান কবির প্রমুখ।

কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা মিলানায়তনে আনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসারের সভাপত্বিতে সভায় বক্তব্য দেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পবিত্র চন্দ্র হাওলাদার, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কলাপাড়া শাখার ম্যাানেজার মো. আল্লামা ইকবাল, ফিল্ড ফ্যাসিলেটটর স্বর্ণা রানী প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভা কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও অভিষেক দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর উপজেলা মৌলিক সাক্ষরতা প্রকল্পের সমন্নয়কারী আবুল কালাম মজুমদার।

এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা, সিরাজগঞ্জের কামারখন্দ ও কাজিপুর উপজেলা, নাটোরের সিংড়া উপজেলা, রাজশাহীর তানোর উপজেলা, জামালপুরের মাদারগঞ্জ উপজেলা, পিরোজপুরের কাউখালী উপজেলা, পঞ্চগড়ের বোদা উপজেলা, চট্টগ্রামের হাটহাজারী উপজেলা, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা, নওগাঁর আত্রাইয়ে উপজেলা, বাগেরহাটের ফকিরহাট উপজেলা, দিনাজপুরের হাকিমপুর উপজেলা, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close