নাটোর প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

নাটোরে নজরুল ও রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী পালিত

নাটোরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম ও বিশ্বকবি রবীন্দ্রনাথে ঠাকুরের ৭৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের কাপুড়িয়াপট্টিস্থ ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ মোহম্মদ নাসিহ’র সভাপতিত্বে আলোচনা সভায় কবি নজরুল ও রবীন্দ্রনাথের জীবনী ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুন্নেসা, অধ্যাপক সুবিধ কুমার মৈত্র অলোক, হাইকোর্টের আইনজীবী আমিনুল হক হেলাল, সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ¯িœগ্ধা রায়। পরে স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close