নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

ফসলের সঙ্গে শত্রুতা!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে রোপণকৃত আমনের চারা তুলে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। উপজেলার কচাকাটা ইউনিয়নের নায়কের গ্রামে গত বুধবার।

সূত্রে জানা গেছে, নায়কেরহাট (ছোট ছড়ারপাড়) গ্রামের মফিজুল ইসলাম তার ক্রয়কৃত ৩৮ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। চলতি মৌসুমেও আমনের চারা রোপণ করেন মফিজুল। কিন্তু ৪ সেপ্টেম্বর রাতের অন্ধকারে নায়কেরহাট গ্রামের মুকুল মিয়া, জাহাঙ্গীর, ডাঙ্গারপাড় গ্রামের আলমগীর, ঝিঞ্জিরা বালারচরের আসাদ আলী, কুড়িয়াবাধা গ্রামের হাজির রহমান, নজরুল ইসলাম, চরবিষ্ণুপুর গ্রামের জিয়াউল ওই জমিতে রোপণ করা আমনের চারাগুলো উপড়ে ফেলে।

এ ব্যাপারে অভিযুক্ত মুকুল মিয়ার সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্ত হাজির রহমান বলেন, আমরা এ ব্যাপারে কিছুই জানি না।

কচাকাটা ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল বলেন, সরেজমিন ঘুরে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close