ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া

কর্মসংস্থানের দাবিতে শিক্ষিত বেকারদের মানববন্ধন

‘বাঁচার মতো বাঁচতে চাই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান চাই’ এই সেøাগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়াছড়ার শিক্ষিত বেকাররা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দাসিয়াছড়ার কালীরহাট বাজারের দীপক সেনগুপ্ত সড়কে ২ শতাধিক শিক্ষিত বেকার কর্মসংস্থানের দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন আয়োজক কমিটির মুখপাত্র জাকির হোসেন, সহসভাপতি হুমায়ুন কবির, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ-হারুন, তানিয়া আক্তার, এমিনি আক্তার, কল্পনা আক্তার, মোস্তাফিজুর রহমান, তাজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ৩৭৬ জন শিক্ষিত বেকার-যুবক কর্মহীন হয়ে জীবনযাপন করছেন। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close