পাবনা প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

পাবনায় নার্স

সুমি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় সানরাইজ ক্লিনিকে কর্তব্যরত নার্স সুমী হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন প্রতিবাদী নার্সরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুমী হত্যার মূল হোতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় তারা সারা দেশে নার্স হত্যার তীব্র নিন্দা জানান। সুমির বাবা সৈকত আলী বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে ক্লিনিক থেকে হত্যা করা হয়েছে। আমি এই নির্মম হত্যার বিচার চাই। নিহত সুমির স্বামী জাহিদ হাসান বলেন, আমার স্ত্রী পাবনা সানরাইজ ক্লিনিক অ্যান্ড হসপিটালে তিন মাস ধরে সেবিকা হিসেবে কর্মরত ছিলেন তাকে ওরা মেরে ফেলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার সানরাইজ ক্লিনিক অ্যান্ড হসপিটালের একটি কক্ষে সুমী খাতুন (২২) নামের এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close