সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

সহকর্মীকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টায় আটক ৩

নীলফামারীর সৈয়দপুরে সহকর্মীকে জিম্মি করে দেড় লাখ টাকা চাঁদা আদায়ের ঘটনায় দুই স্বর্ণ কারিগর ও এক বিকাশ এজেন্টকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার বিকালে সৈয়দপুর শহরের স্বর্ণপট্টি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নীলফামারী সদরের বাবড়িঝাড় এলাকার বিকাশ এজেন্ট আসাদুল ইসলাম, একই গ্রামের স্বর্ণ কারিগর আবদুল লতিফ ওরফে দুলু ও শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, আবদুল লতিফ বেশি মজুরির লোভ দেখিয়ে নিজ দোকানে ডেকে নেয় কুমিল্লার দাউদকান্দি এলাকার স্বর্ণ কারিগর সোহেল রানাকে। পরে স্বর্ণ চুরির কথিত ঘটনায় গত তিনদিন ধরে তাকে আটকে রেখে তার পরিবারের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। শুক্রবার সকালে সোহেল রানার স্ত্রী নাজমা বেগম সৈয়দপুর থানায় এসে একটি অভিযোগ করেন। পরে পুলিশ কৌশলে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।

ওসি শাহজাহান পাশা জানান, এ ঘটনায় ভুক্তভোগী সোহেলের স্ত্রী পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। বাকি দুই আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close