গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ঘুসিতে রাজমিস্ত্রির মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ঘুসিতে ইয়ার হোসেন (৫৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি আরজি সাহাপুর-তারাগনা গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর-তারাগনা চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইয়ার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। একই গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে মেহেদী আকন্দের কাছে কাজ করা বাবদ ২০০ টাকা পাওনা ছিল তার। বৃহস্পতিবার রাতে তারাগনা চারমাথা মোড়ে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতন্ডা হয়। এক পর্যায়ে মেহেদী আকন্দ ক্ষিপ্ত হয়ে ঘুসি মারলে ইয়ার আলী গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close