পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

  ২৬ আগস্ট, ২০১৯

এক মণ চালেও পাওয়া যাচ্ছে না ১ কেজি ইলিশ

দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় এক মণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ। গত শনিবার পাথরঘাটার খুচঁরা মাছ বাজার পরিদর্শনকালে এমন চিত্র দেখা যায়। বাজারের কয়েকজন মাছ বিক্রেতা জানান, কয়েক দিন ধরে বিশখালি ও সাগরে বড় বড় রুপালি ইলিশ ধরা পড়ছে। বিশখালি নদীর সুস্বাদু ইলিশ বাজারে উঠেছে। বর্তমানে এক থেকে দেড় কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। তবে দাম আকাশ ছোঁয়া। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ২৫০ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা দরে। এদিকে শনিবার পাথরঘাটার বাজারে এক মণ চাল বিক্রি হচ্ছে এক হাজার ১০০ টাকায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close