তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ২৪ আগস্ট, ২০১৯

পৃথক ঘটনায় তানোরে শিশু ও গৃহবধূর মৃত্যু

রাজশাহীর তানোর উপজেলায় পৃথক ঘটনায় এক শিশু ও এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন শিশু সায়েবউর (৪) ও গৃহবধূ ফেন্সী খাতুন (২৯)। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শিশু সায়েবউর ও তার মা সুকতারা খাতুন পটুয়াখালি থেকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়ায় মামা বাড়িতে বেড়াতে আসে। গত বৃহস্পতিবার বিকেল থেকে সায়েবউরকে খুজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পরে মামার বাড়ির পাশের পুকুরে সায়েবউর মৃতদেহ দেখা যায়।

অপরদিকে একইদিন সন্ধ্যা ৮টার দিকে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ফেন্সী খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চৌবাড়িয়া এলাকায় বাবার বাড়ি থেকে শশুর বাড়ি তানোরে ফেরার পথে মাদারীপুর বাজারের কাছে স্বামীর মোটরসাইকেলের পিছন থেকে পড়ে যান ফেন্সী খাতুন। ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত ফেন্সীর স্বামী সেজাউল ইসলাম বলেন, শশুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম। নিজ বাড়ি তানোর কালনা গ্রামে ফেরার পথে মোটরসাইকেল পেছনে ফেন্সী বসে ছিল ও সামনে ৫ বছরের আমার ছেলে বসে ছিল। মোটরসাইকেল চলা অবস্থায় ফেন্সী ঘুমিয়ে পড়েন। চলতি গাড়ি থেকে ফেন্সী পড়ে পাকা রাস্তার উপর পড়ে যায়। পরে তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেন্সীকে মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ প্রতিবেদককে পানিতে ডুবে শিশু সায়েবউরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গৃহবধূ ফেন্সী খাতুন মৃত্যুর বিষয়ে তিনি অবগত নন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close