উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২৪ আগস্ট, ২০১৯

ঝুঁকিতে উলিপুরের শতবর্ষী সেতু

কুড়িগ্রামের উলিপুরে বুড়িতিস্তা নদীর ওপর নির্মিত শতবছরের সেতুটি হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় সেতু ভেঙ্গে পৌরসভা-সহ উপজেলার দুইটি ইউনিয়নের ১৫টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামে ১৯২৫ সালের দিকে যাতায়াতের সুবিধার্থে বুড়িতিস্তা নদীর ওপর ৩৫ ফিট দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণ করেন ব্রিটিশ সরকার। সম্প্রতি বন্যার পানির তোড়ে সেতুর নিচের মাটি সড়ে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয় হয়। এতে ফ্লোরের পাকা অংশ ধসে যায়। এ অবস্থায় সেতুর উইং ওয়ালের ইট বিচ্ছিন্ন হয়ে পাটাতন পাশের মাটির ওপর আটকে আছে।

স্থানীয় আব্দুর রহিম (৭৫), কেরাত আলীসহ (৬২) একাধিক ব্যক্তি বলেন, আমাদের জন্মের আগে নির্মিত এ ব্রিজটি এখানকার যাতায়াতের একমাত্র মাধ্যম। প্রতিদিন ব্রিজটির ওপর দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ শত শত যানবাহন ঝঁকি নিয়েয় চলাচল করছে। সেতুটি ভেঙ্গে গেলে উলিপুর পৌরসভাসহ দলদলিয়া ও থেতরাই ইউনিয়নের মিয়াপাড়া, ঘাটিয়ালপাড়া, পাতিলাপুর, টাপু, কিশোরপুর, অর্জুনসহ ১৫ গ্রামের হাজার হাজার মানুষকে দুর্ভোগে পড়তে হবে। এদিকে গত ১৭ আগস্ট বিকেলে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদারসহ উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তাবৃন্দ ঝুঁকিপূর্ণ সেতুটি পরিদর্শন করেন।

উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, জনস্বার্থে দ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close