কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ২৪ আগস্ট, ২০১৯

ভ্রাম্যমাণ আদালত

কেন্দুয়ায় চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা

নেত্রকোনার কেন্দুয়ায় চার দিনের ব্যবধানে মোজাম্মেল হক নামের এক চক্ষু চিকিৎসককে আবার ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা বাজারের কেন্দুয়া ফার্মেন্সীতে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আল ইমরান রুহুল ইসলাম তার ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে ১ মাসের কারাদ- দেয়া হয়। পরে ১ লাখ টাকা দিয়ে তিনি ছাড়া পান।

এর আগে গত ১৯ আগস্ট সোমবার রাতে উপজেলা রামপুর বাজারে মায়ের দোয়া ফার্মেন্সীতে চেম্বারে চিকিৎসা দেয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শিরিন সুলতানা ওই চিকিৎসককে আটক করে। এসময় যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় এবং দোষ স্বীকার করায় মোজাম্মেল হককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম এবং ওসি রাশেদুজ্জামান নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close