সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ২৪ আগস্ট, ২০১৯

সৈয়দপুরে চাঁদাবাজি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আটক

নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজি মামলায় আহসান হাবিব ওরফে সোহাগ সরকারকে (৩৫) আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে শহরের কয়াগোলাহাট থেকে তাকে আটক করা হয়। এর আগে গত ১৯ আগস্ট তার বিরুদ্ধে পরিবেশবান্ধব বিনোদন কেন্দ্র পাতাকুঁড়ি পার্কের মালিক আলহাজ জয়নাল আবেদীনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় থানায় মামলা করা হয়। মামলা সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরে চাঁদনগর এলাকার আলহাজ জয়নাল আবেদীন কয়াগোলাহাট এলাকার বাইপাশ সড়কসংলগ্ন ২০১৭-এর শেষে প্রায় ছয় একর জমিতে গড়ে তোলেন চিত্তবিনোদনের জন্য একটি পার্ক। ওই পার্কে মুক্ত হাওয়া ও সুষ্ঠু পরিবেশ হওয়ায় দর্শনার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এমতাবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবীব ওরফে সোহাগ সরকার প্রতিষ্ঠানটির মালিকের কাছে ৫ লাখ ও পার্কে দৈনিক টিকিট বিক্রির শতকরা ৩০ টাকা চাঁদা দাবি করেন। এতে অমত প্রকাশ করলে ওই যুবকটি দর্শনার্থীদের প্রবেশে নানাভাবে বাধা দেন। ঈদুল আজহার আগে সোহাগ পাতাকুঁড়ি পার্কের ম্যানেজার ওমর ফারুককে মারধর করে কাউন্টারের ড্রয়ারে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে পার্কের মালিকের কাছে সোহাগ ৫ লাখ ও টিকিট বিক্রির শতকরা ৩০ টাকা প্রদান করার হুমকি দেন। এ ঘটনার গত ১৯ আগস্ট তার বিরুদ্ধে মামলা করেন জয়নাল আবেদীন। পরে বৃহস্পতিবার সাবেক ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ওসি শাহাজাহান পাশা জানান, সোহাগ সরকারের বিরুদ্ধে হওয়া মামলার সত্যতা পাওয়ায় তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close