সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৯ আগস্ট, ২০১৯

রায়গঞ্জে মৎস্য উৎপাদনে সভা

সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। এসময় তিনি বলেন, চলনবিল মৎস্য ভান্ডার নামে খ্যাত এই এলাকায় মৎস্য চাষ আরোও বৃদ্ধি করা সম্ভব। বিগত বিএনপি সরকার আমলে মৎস্য চাষ এবং চাষিদের উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। কিন্তু ক্ষমতাসিন শেখ হাসিনা সরকার আজ মৎস্য চাষ, চাষিদের ঋণ প্রদান, মৎস্য চাষের উপর প্রশিক্ষন প্রদান করে চলেছে। ইউএনও শামিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মীর ওবাইদুল মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক মন্ডল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close