মেহেরপুর প্রতিনিধি

  ১৯ আগস্ট, ২০১৯

বজ্রপাত থেকে রক্ষায় মেহেরপুরে তালের আঁটি রোপণ

প্রকৃতি রক্ষা, মাটির ক্ষয়রোধ, বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় মেহেরপুরে রাস্তার দুপাশে তালগাছের আঁটি রোপণ করা হয়েছে। গতকাল রোববার সদর উপজেলার গহরপুর গ্রামের রাস্তার দুপাশে এসব আটি রোপন করে উদ্যোমী যুবকরা। ওই গ্রামের শওকত আলীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম টগরের উদ্যোগে গ্রামের যুবকেরা এই আঁটি রোপনের উদ্যোক্তা। তারা এক হাজার তালের চারা গাছ রোপন করে। শরিফুল ইসলাম টগর বলেন, ‘ছোটবেলা থেকে শুনে এসেছি উঁচু গাছের কারণে বজ্রপাত থেকে বাঁচা যায়। এখন উঁচু গাছ নেই। তালগাছ লাগালে সেখানে বজ্রপাত আটকে যাবে। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি জানান, বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ রোপণের উদ্যোগ নেওয়া যুবকদেরকে সাধুবাদ জানান। তারা আমাদের সমাজের দায়ব্ধতা থেকে যে কাজ করেছে সত্যিই প্রশংসনীয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close