ফরিদপুর প্রতিনিধি

  ১৯ আগস্ট, ২০১৯

‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে এ পর্যায়ে আসতে পারতাম না’

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু যদি দেশ স্বাধীন না করতেন, তাহলে আজকে আমরা এ পর্যায়ে আসতে পারতাম না। বঙ্গবন্ধু বাঙালি জাতি সত্তাকে উন্মোচন করে সারা বিশ্বে বাঙালি জাতির মর্জাদাকে সমন্বিত রেখেছেন।

গত শনিবার রাত ১০টায় ফরিদপুর শহরের টেপাখোলা সমাজসেবা অধিদফতরের শান্তি নিবাস (বৃদ্ধা শ্রম) পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এ সময় বৃদ্ধাশ্রমের নিবাসীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

ফরিদপুর সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এস এম আলী আহসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা আ.লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সমাজসেবা অফিসার নূরুল হুদা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close