মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৭ আগস্ট, ২০১৯

বাড়তি ভাড়া আদায়

মানিকগঞ্জে ২৫ বাসে জরিমানা, চালকের কারাদণ্ড

ঈদের ছুটি শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ছুটেছে কর্মব্যস্ত মানুষ। অতিরিক্ত যাত্রীদের চাপ পড়েছে ঢাকা আরিচা মহাসড়কে চলাচল করা যানবাহনে। এই সুযোগ যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিছু অসাধু চালক হেলপার ও কনট্রাক্টার। অতিরিক্ত ভাড়া আদায়, ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে বেশ কয়েকজনকে জমিরামা ও কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার সকালে যাত্রীদের ভীড় দেখে ঢাকা আরিচা মহাসড়কে চলাচল করে নীলাচল, সেলফি, হিমাচল, শুভযাত্রা লাক্সারীসহ মোট ২৫ টি বাসের অসাধু মালিক ও চালককে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় নিরাপদ পরিবহনের মিরাজুল ইসলাম (২৫) নামে এক বাস চালককে সাত দিনের কারাদ- দেওয়া হয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ জানান, ঈদ ফিরত যাত্রীদের যাত্রা নিরাপদ নিশ্চিত করতে এই মহাসড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close