কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৯

জোয়ারের পানিতে নিমজ্জিত কাউখালীর ৩০ গ্রাম

গত তিন দিন ধরে জোয়ারের পানি ও উজানের ঢল নেমে আসায় পিরোজপুরের কাউখালীতে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে কমপক্ষে উপজেলার ৩০টি গ্রাম। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় এবং পানি স্থায়ীভাবে বদ্ধ থাকায় গ্রামগুলোতে নেমে এসেছে চরম দুর্ভোগ। উপজেলার প্লাবিত গ্রামগুলো হচ্ছে কুমিয়ান, আমরাজুড়ী, ধাবড়ী, আশোয়া, গন্ধর্ব, চিরাপাড়া, সুবিদপুর, বেকুটিয়া, শিয়ালকাঠি, পঙ্গাশিয়া, মোল্লারহাট, বিড়ালজুড়ী, ছোট বিড়ালজুড়ী, জয়কুল, আসপদ্দি, কাঁঠালিয়া, বাশুড়ি, চর-বাশুড়িসহ অন্যান্য নি¤œ অঞ্চল। এসব গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে থমকে দাঁড়িয়েছে তাদের স্বাভাবিক জীবন। এসব গ্রামের প্রায় ২৫-৩০ হাজার মানুষ এখন চরম দুর্যোগের মধ্যে রয়েছে। জোয়ার ও উজানের পানি হু হু করে ঘরের ভেতরে প্রবেশ করায় ঘরের আসবাবপত্র নষ্ট হচ্ছে। রান্নাবান্নার কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এসব এলাকার অভ্যন্তরীণ রাস্তাগুলোতে পানি ওঠার কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। এদিকে কাদার রাস্তাগুলো পানিতে ধসে গেছে। এসব রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মৃত্যুকূপে পরিণত হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পানির নিচে নিমজ্জিত হয়েছে। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close