ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০১৯

ভূরুঙ্গামারীতে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক

কুড়িগ্রাম জেলার শস্যভান্ডার খ্যাত ভূরুঙ্গামারী উপজেলার কৃষকরা রোপা আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এবার তুলনামূলক একটু আগেভাগেই আমন ধানের চারা রোপন শুরু করেছেন কৃষকরা। গতবারের চেয়ে বৃষ্টিপাত বেশি হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় রোপা আমন ধান চাষে কৃষকরা ভালো ফলন পাওয়ার আশা করছেন। তবে বন্যা কবলিত কিছু এলাকার পানি একটু দেরিতে নামায় সেসব এলাকার কৃষকরা পুরোদমে আমন চাষ শুরু করতে পারেননি।

উপজেলার পশ্চিম ছাট গোপাল পুর গ্রামের কৃষক আবদুল আজিজ জানান, চলতি মৌসুমে তিনি ৪ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছেন। বৃষ্টির পর্যাপ্ত পানি পাওয়ায় চাষাবাদে কোন অসুবিধা হয় নাই। ফলনও বেশ ভালো হবে বলে তিনি আশা করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১৫ হাজার ৮৯১ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা ছিলো ১৪ হাজার ৮৮৫ হেক্টর জমিতে।

উপজেলা উপসহকারি কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রশিদ মন্ডল বলেন, এবার কৃষকরা তাদের চাহিদামতো বিভিন্ন কৃষি উপকরণ পাওয়ায় নির্বিঘেœ রোপা আমন চাষ করতে পারছেন। যদি শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকে তাহলে ফলনও বেশ ভালো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমন চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close