বদরগঞ্জে পর্নোগ্রাফি রাখায় জরিমানা
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ০০:০০
রংপুরের বদরগঞ্জে কম্পিউটারের দোকানে পর্ণোগ্রাফি রাখার অপরাধে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদ- দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বদরগঞ্জ ইউএনও নবীরুল ইসলামের আদালত। অভিযুক্ত আবু বক্কর উপজেলার মধুপুর ইউপির রাজারামপুর দোলাপাড়া গ্রামের আজাহার আলির ছেলে। উপজেলার বোর্ডঘর নামক এলাকার অভিযান চালিয়ে আবু বক্করের দোকান থেকে ১টি মনিটর, হার্ডডিক্স, সিম কার্ড, মেমোরি উদ্ধার করে পুলিশ।
"