ঝালকাঠি প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৯

ঝালকাঠিতে ভুয়া ডাক্তারকে জরিমানা

ঝালকাঠির সুজলা রানী বেপারী নামে এক ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে ঝালকাঠির জগদীশপুর গ্রামের রনজিত বেপারীর কন্যা। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।

আদালত সূত্রে জানা যায়, জেলা শহরের পূর্ব চাঁদকাঠী এলাকায় সুজলা রানী ভুয়া হোমিওপ্যাথিক ডাক্তার সেজে রোগী দেখতেন এবং ওষুধ বিক্রি করতেন। তার কোন প্রতিষ্ঠানিক শিক্ষা নেই। এমনকি এস.এস.সি পাশ পর্যন্ত করে নি। তার চেম্বারে রেক্টিফাইড স্প্রীড পাওয়ায় মাদক নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চেম্বারে থাকা ওষুধ বিক্রি করে ৫ দিনের মধ্যে শহর ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close