প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ আগস্ট, ২০১৯

বিদ্যুৎস্পৃষ্টে জেলেসহ দুজনের মৃত্যু

ঢাকা নবাবগঞ্জে নারকেল গাছের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে রাজবাড়ীর পাংশায় বিদ্যুৎপৃষ্টে এক জেলের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নারকেল গাছ পরিস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইলের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ স্থানীয় ইদ্রিস খানের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, আব্দুল্লাহ দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকাল ১০টার দিকে সে নিজ বাড়ির নারকেল গাছ পরিস্কার করতে গাছে উঠেন। এসময় নারকেল গাছের পাশ দিয়ে টানা পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারকেল গাছে ঝুলে তাকে আব্দুল্লাহ।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় বিদ্যুৎস্পৃস্ট হয়ে অসিত কুমার (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নারায়নপুর গ্রামে ঘটনাটি ঘটে। সে পৌর সভার পান্নানপুর গ্রামের মৃত নিমাই জেলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অসিত পাংশা পৌর সভাধীন নারায়নপুর গ্রামে মাসুদ আক্তারের পুকুরে খেপলা জাল নিয়ে মাছ ধরতে যায়। পুকুরে ক্ষেপলা জাল মারার সময় নীচে দিয়ে টানানো বিদ্যুতের তারে জাল জড়িয়ে পড়ে। জাল ছাড়াতে গিয়ে টানাটানীর একপর্যায় বিদ্যুতের তার ছিরে পানিতে পড়ে গেলে অসিত বিদ্যুৎস্পৃস্ট হয়ে মারা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close