আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৯

আত্রাইয়ে রবীন্দ্রনাথের ৭৮তম মহাপ্রয়াণ দিবস পালন

নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী।

কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের সভাপতি এম মতিউর রহমান মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন রবীন্দ্র গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন, নওগাঁ-৬ আসনের এসপি ইসরাফিল আলম, নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম, কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আহসান হাবিব প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবনে গ্রামোন্নয়ন ও সমাজ ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close