বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৯

সংবাদ প্রকাশের পর

ভেঙে ফেলা হলো ত্রাণের টিনে তৈরি সেই সরকারি অফিস

পটুয়াখালীর বাউফলে ত্রাণের টিনে তৈরি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সেই অফিস কক্ষটি অবশেষে ভেঙে ফেলা হয়েছে। এরআগে গত ৪ আগস্ট, রোববার দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় ‘বাউফলে ত্রাণের টিনে সরকারি অফিস!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পরই প্রমাণ লোপাটের জন্য ভেঙে ফেলা হয়েছে ওই অফিস কক্ষটি। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে কলাপসিবল গেটের ভিতর দিক থেকে তালা দিয়ে ত্রাণের টিনে তৈরি ওই অফিস কক্ষটি ভেঙে ফেলার কাজ করছিলো কয়েকজন শ্রমিক। এ সময় ভিতরে যাওয়ার জন্য গেটটি খুলতে বললে ওই অফিসের অফিস সহায়ক এসে জানান এখন গেট খোলা যাবে না। পরে ওই টিনগুলো উপজেলা পরিষদের ভিতরে গুদামে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রাজীব বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিসের কাজ হয়ে গেছে। এ জন্য ওই ঘরটি সরিয়ে নেওয়া হয়েছে। ত্রাণের টিনের বিষয়ে কোনো বক্তব্য নেই বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close