কেশবপুর (যশোর) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৯

দুই বাল্যবিবাহ বন্ধ

বর-কনেসহ ৭ জনের কারাদণ্ড

যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মিজানুর রহমান বর-কনেসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদ-াদেশ প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার সকালে কারাদ-াদেশ প্রাপ্তদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার আলতাপোল গ্রামে বাল্যবিবাহের খবর পেয়ে ইউএনও মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাঠি গ্রামের ওয়াজেদ আলী পাড়ের ছেলে বর মনিরুল ইসলাম (২৭), তার বড়ভাই মেহেদী হাসান (৩০), কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নুর ইসলামের মেয়ে শামীমা খাতুন (১৬), মেয়ের মা সেলিনা বেগম (৪৭) ও নানী রহিমা বেগমকে (৬৯) আটক করেন। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বর মনিরুল ইসলামকে ২ বছর, বরের ভাই মেহেদী হাসানকে এক বছর, কনের মা সেলিনা বেগমকে ৬ মাস, নানী রহিমা বেগমকে ৭ দিন কারাদ- ও কনে শামীমা খাতুনকে এক মাসের আটকাদেশ প্রদান করেন।

অপরদিকে, একই রাতে একই ঘটনায় উপজেলার ভেরচী গ্রামে অভিযান চলিয়ে মৃত অমল দাসের ছেলে নকুল দাস (২৬) ও সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালানলতা গ্রামের প্রকাশ দাসের মেয়ে অসিমা দাসকে (১৭) আটক করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলে নকুল দাসকে দুই বছর ও কনে অসিমা দাসকে এক মাসের আটকাদেশ প্রদান করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রিট ও উপজেলা নির্বাহী ইউএনও মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close