পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

  ২৪ জুলাই, ২০১৯

পাওনা টাকা চাওয়ায় কৃষককে পিটিয়ে আহত

রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে পাওনা টাকা ফেরত চাওয়ায় আবু জাফর জোয়াদ্দার (৩৫) নামের এক কৃষককে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় ওই ইউনিয়নের সুবর্ণখোলা বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগের তীর একই ইউনিয়নের শান্তিকোলা গ্রামের জজ আলী বিশ্বাস ও তার লোকজনের বিরুদ্ধে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন আবু জাফর জোয়াদ্দার জানান, বেশ কয়েক মাস আগে শান্তিকোলা গ্রামের জজ আলী বিশ্বাসের নিকট ঝাটকা বিলের পুকুর লিজ দেন তিনি। লিজ দেওয়া বাবদ ২২ হাজার টাকা পাবেন তিনি। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে জজ আলী বিশ্বাসের সঙ্গে মতবিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে গত সোমবার সন্ধ্যায় সুবর্ণখোলা বাজারে আবু জাফর জোয়াদ্দারকে একা পেয়ে জজ আলী বিশ্বাসের নেতৃত্বে তার ছেলে বদিয়ার রহমান, জামাই লালটু, রফিকুল ইসলামসহ অন্যরা জোট বদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। কশবামাজাইল ক্যাম্প ইনচার্জ সেকেন্দার হোসেন মারপিটের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close