প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ জুলাই, ২০১৯

জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯

মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি

‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগান এবং ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা ও মতবিনিময় সভা, সাংবাদিক সম্মেলন, মৎস্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, মূল্যায়ন সভা, মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ। সংবাদ সম্মেলনে সাত দিনব্যাপী মাছের পোনা অবমুক্তকরণ, ফরমালিনবিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। গতকাল বুধবার জেলা-উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুর : ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, হালিমা সরকার, অরুন বরুন সরকার প্রমুখ। সংবাদ সম্মেলনে ফরিদপুরে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা সাহেদ আলী, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা মৎস অধিদপ্তরের উপ-সহকারি পরিচালক সাইফুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

রাজবাড়ী : রাজবাড়ী জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহাম্মেদ, সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন, এম মনিরুজ্জামান, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম, সম্পাদক দেবাশিস বিশ্বাস প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন খামার ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, মৎস্য পরিদর্শক আতাউর রহমান ও রফিকুল ইসলাম শামিম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সম্পাদক ইয়াদুল মোমিন, সাংবাদিক মাহবুব চান্দু, রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ভোলা : ভোলা জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা এস,এম, আজহারুল ইসলাম, তথ্য অফিসার আহসান কবির, ইউএনও কামাল হোসেন প্রমুখ।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা ডা. মুনিরুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক প্রীতি কনা পাল, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সভাপতি সুরুয খান, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা মৎস্য অফিসের উপসহকারী পরিচালক পল্লবী হাওলাদার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, খামার ব্যবস্থাপক মাহবুব হোসেনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গাজীপুর : গাজীপুর প্রেস ক্লাবে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, জেলা মৎস্য দপ্তরের উর্ধ্বতন সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন ভূঁইয়া, উপ-পরিচালক মার্জিয়া কবীর, গাজীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাতুল শাহিন জান্নাতুল শাহিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হক রিপন।

পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আফতাব উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা ড. আফতাব উদ্দিন বলেন, জেলায় বাৎসরিক মাছের চাহিদা ১৮ হাজার ৩৫২ মেট্রিক টন। তার বিপরীতে উৎপাদিত হয় ১৭ হাজার ২৮১ মেট্রিক টন। জেলায় মাছের ঘাটতি এক হাজার ৭১ মেট্রিক টন।

ঝিনাইদহ : ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ, ঝিনাইদহ প্রেস ক্লাব সভাপতি এম রায়হান, সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মুজিবুর রহমান, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার, খামার ব্যাবস্থাপক আশরাফ-উল-ইসলাম প্রমুখ।

রাজশাহী : রাজশাহীতে সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, জেলায় বছরে প্রায় ৮১ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে। রাজশাহীতে পুকুর রয়েছে ৪১ হাজার ৮৭৬টি। এসবের আয়তন ৭ হাজার ২৯৪ হেক্টর। আর ৩ হাজার ৪৬২ হেক্টর জমিতে বাণিজ্যিক খামার রয়েছে ৬ হাজার ১০৮টি। এছাড়া মোট জলাশয় রয়েছে ৪৮ হাজার ৫৩১টি। এ সময় মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শামসুজ্জোহা, উপ-পরিচালক হাসান ফেরদৌস, দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক পারভেজ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

নাটোর : নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শরিফুন্নেসার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় জানানো হয়, নাটোরে মাছের উৎপাদন ক্রমশ বাড়ছে। জেলায় মাছের মোট চাহিদা যেখানে ৩৭ হাজার ৩৭৬ মেট্রিক টন, সেখানে ২০১৮-২০১৯ অর্থ বছরে উৎপাদন হয়েছিল ৫০ হাজার ৯৯৭ টন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা মৎস্য অফিসার মামুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শহিদুল হোসেন, বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা সামছু উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক আশরাফ উদ্দিন প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮-২০১৯ অর্থ বছরে মোট উৎপাদন হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৮১ মেট্রিক টন মাছ। জেলা মৎস্য ভবনের সভা কক্ষে সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ এ তথ্য জানান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ নাসির উদ্দীন, প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত প্রমুখ।

মনোহরগঞ্জ (কুমিল্লা) : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার তৌহিদ হাসান, মনোহরগঞ্জ প্রেস ক্লাব আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, সাংবাদিক বেল্লাল হোসেন, ইমরান হোসেন সোহাগ, আবদুর রহিম, আবুল কালাম আজাদ, দৈনিক প্রতিদিনের সংবাদের ও দৈনিক রূপসী বাংলা’র মনোহরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আকবর হোসেনসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, গৌরাঙ্গ লাল দাস, উত্তম কুমার দে, জাহিদুল ইসলাম, সুশান্ত বর্ণিক প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, মৎস অফিসের মাঠ সহকারি আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারী, ফুলবাড়ী প্রেস ক্লাব ও থানা প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সমবায় কর্মকর্তা রবি শংকর পাল, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক ভূঞা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বলাই চন্দ্র ভৌমিক, সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী কাজল, সমরেন্দ্র বিশ্বশর্মা, রাখাল বিশ্বাস, আবুল কাসেম আকন্দ প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর) : রংপুরের গঙ্গাচড়ায় সংবাদ সম্মেলনে মৎস সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ। সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈর উপজেলায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক। এ সময় অন্যদেরন মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মতিউর রহমান, খন্দকার আব্দুুল মতিন, মাহমুদ মিনা, খোন্দকার রুহুল আমিন, জাহাঙ্গীর হোসেন, ইব্রাহীম, মোনাসিফ ফরাজী সজীব প্রমুখ।

শালিখা (মাগুরা) : মাগুরার শালিখায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আকতার, শালিখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব মিয়া, সহ-সভাপতি জিআরএম তারিক, নোয়াব আলীসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম, আমতলী প্রেস ক্লাব সভাপতি কবির দেওয়ান, আমতলী রিপোর্টাস ইউনিটির সভাপতি হারুন অর রশিদ, বাসসের বরগুনা প্রতিনিধি একেএম এম খায়রুল বাশার বুলবুল, রিপোর্টাস ইউনিটি সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, প্রেস ক্লাব সম্পাদক আবু সাইদ খোকন প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে মতবিনিময় সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, সাংবাদিক দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, অহিদুজ্জামান ডিউক, অহিদুজ্জামান সুপন, কামরুল হাসান প্রমুখ।

বেড়া (পাবনা) : পাবনার বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তার সভা কক্ষে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা শাম্মী শিরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ও বেড়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, ইউএনও ঝোটন চন্দ্র, সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, । ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে র‌্যালি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউএনও আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামীম খান, বাবুল, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আনিসুর রহমান স্বপন, সাবেক সহসভাপতি কাউছার, সাংবাদিক আব্দুর রউফ প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিয়া, সহকারী মৎস্য কর্মকর্তা মো. সলিম উল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কমৃসূচির বিষয়ে আলোচনা করেন।

কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, অফিস সহকারী সৈয়দ মাহাবুবুল আলম, সুরেশ বিশ্বাস ও অরুন দাশ প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিকত বক্তব্যে তিনি বিগত বছরে অত্র উপজেলার মৎস্য চাষে খামারীদের প্রশিক্ষন এবং তাদের সফলতার বিষয়টি তুলে ধরেন। বানিয়াগ্রাম মৎস্য চাষী সমবায় সমিতি মৎস্য চাষ করে ব্যাপক উন্নয়ন করেছে বলে জানান। সংবাদ সম্মেলনে হ্যাচারী কর্মকর্তা মোজাম্মেল হক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহ পালনের জন্য সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রারণ কর্মকর্তা দিদারুল আলম, ক্ষেত্র সহকারী শাহ পরান, রফিক উদ্দিন আহমেদ, অফিস সহকারী নাদির খান প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, ইউএনও জুলিয়া সুকায়না, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পাইকগাছার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ কুমার মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্লা এনএস মামুন সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা শহিদুল্লাহ প্রমুখ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংবাদ সম্মেলনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার বলেন, সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ে আলোচনা ও প্রমান্য চিত্র প্রর্দশন, ফরমালিন বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নতুন হলরুমে নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন, মাঠ সহকারী শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক অরবিন্দ পাল অখিল, এনামুল হক বাবুল, আব্দুর রাজ্জাক, আলম ফরাজী, শামছ-ই-তাবরীজ রায়হান, বিল্লাল হোসেন, আল আমিন, আবু হানিফ সরকার প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা উপজেলা মৎস্য অফিসে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ, সম্প্রসারন কর্মকর্তা শাইন কবীরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে সংবাদ সম্মেলনে লিখিত তথ্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হালিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা আফসার উদ্দিন সরদারসহ মংস্য অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও তাহমিনা আক্তার রেইনা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল বাশার, সাংবাদিক মানিক মিয়া, কাজী হান্নান খাদেম, নুরুন্নবী ভূইয়া প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজুল হক, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাধারন সম্পাদক হাফিজার রহমান, সাংবাদিক রবিউল ইসলাম রুবেল, এমদাদুল হক দুলু, সানজাদ রয়েল সাগর, হাসানুজ্জামান, মোশারফ হোসেন পিন্টু প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল। সভায় মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল সাত দিন ব্যাপি মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি বকশীগঞ্জ উপজেলায় মাছের ঘাটতি পূরণ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময়কালে বকশীগঞ্জের সকল কমরত সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

চৌহালী (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের চৌহালীতে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম, মৎস্য অফিসার আতাউর রহমান, সহকারী মৎস্য অফিসার মাসুম বিল্লাহ, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক আব্দুল লতিফ, আঃ সামাদ খান, ইদ্রিস আলী, রফিক মোল্লা প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মতবিনিময় সভায় উপজেলা মৎস্য অফিসার উম্মে হাবিবা মুমু বলেন, উপজেলায় মাছের চাহিদা ১০ হাজার ৯৫০ মেট্রিক টন। উৎপাদন হয় ১০ হাজার ২৮৩ মেট্রিক টন। সেই হিসেবে ঘাটতি ৬৬৭ মেট্রিক টন। এ সময় চাষীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষের পরামর্শ দেন তিনি।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুরে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মৎস্য অফিস।

এ সময় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান, আরটিভি হিলি প্রতিনিধি আব্দুল আজিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রেহানুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আংগুরী বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বারী রুকু, উত্তর পশ্চিম মৎস্য সম্প্রসারন (হ্যাচারি) ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান, সমাজসেবা অফিসার তাপস রায়, হ্যাচারী সহকারী কর্মকর্তা শারমিন সুলতানা, ফিল্ড এ্যাসিটেট্ট আব্দুল লতিফ শেখ প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাগাঙ্গীর মিয়া, মির্জাগঞ্জ পেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান, সহ-সভাপতি ফারুক খান, শামসুল হক, সাধারন সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সোহাগ হোসেন, সদস্য অমিতাব দাস অপু, কামুরজ্জামান বাধঁন, উত্তম গোলদার প্রমুখ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংগের ঈশ্বরগঞ্জে সাত দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এস,এম, সানোয়ার রাসেল। এ সময় তিনি সপ্তাহব্যাপি অনুষ্ঠান মালার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি উপজেলার মৎস্য চাষের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় সাংবাদিকদের অবহিত করেন।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার সাদিয়া রহমান, মোশারফ হোসেন আকন্দ, ফারহানা আক্তার, আমেনা আক্তার, মাহবুবুল আলম, সাংবাদিক আব্দুর রহমান আরমান, ওমর আলী মোল্লা, রফিক সরকার, বিল্লাল হোসেন, ইমতিয়াজ আহমেদ, রিয়াদ হোসেন প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফণী ভূষণ পাল। সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আমানুল্লাহ খান, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, আসাদুল্লাহ আহমদ, আল মামুন বিশ্বাস, নাহিদ ইসলাম, দেলোয়ার হোসেন রনি, সারওয়ার জাহান সুমন, শহিদুল ইসলাম, নুর মোহাম্মদ, মনিরুল ইসলাম দোয়েল, হাসান আলী, এমরান আলী বাবু প্রমুখ।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস অফিসার মাসুদ রানা সরকার, প্রেস ক্লাব সভাপতি লিটন চৌধুরী, সম্পাদক পাভেল জামান, সাংবাদিক এম. সাইফুর রহমান, জোবায়ের সিদ্দিকী স্বপন, কীর্ত্তিকা সেন বিল্টু, মজিববর রহমান, খলিলুর রহমান, মসলিম উদ্দিন, সহকারী মৎস অফিসার রায়হান উদ্দিন সরদার, ক্ষেত্র সহকারী আক্কাছ আলী প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে মতবিনিময় সভায় বক্তব্য দেন ইউএনও শারমিন আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিপক কুমার হলদার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভূট্টো, দপ্তর সম্পাদক এফকে ফারুক, সদস্য নাজির হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুর রাজ্জাক প্রমুখ।

পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুবানা ফেরদৌসী, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তফা মিয়া, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক আশাদ উল্লাহ মনা, পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া, সাংবাদিক আক্তারুজ্জামান, সারোয়ার রুবেল, শরীফ ইকবাল রাসেল, জাহিদুল ইসলাম জাহিদ, তারেক পাঠান প্রমুখ।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস উদযাপন কমিটি, উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউএনও সুবর্ণা রানী সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা প্রমুখ।

লিখিত বক্তব্যে মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা মংস্য সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, সম্পাদক ফখরুল আলম খসরু, সাংবাদিক জাফর উলাহ, প্রান্ত সাহা বিভাস, ইসমাইল হোসেন সিরাজী, শেখ শামীম, কামাল পাশা, কাজল তালুকদার, রীণা হায়াৎ, রিপন মিয়া, জহিরুল ইসলাম মামুন প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) : বগুড়ার শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্ত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, আরিফুর রহমান মিঠু, শাহাদত হোসেন, জিয়াউর রহমান, মাসুম হোসেন, দুলাল হোসেন প্রমুখ।

সোনাইমুড়ী (নোয়াখালী) : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মাইসুরা ইয়াসমিন মৎস্য সপ্তাহ সফল করার লক্ষে বিভিন্ন কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৎস অফিসারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা সিনিয়র মৎস্য অফিসার বায়েজিদ আলম মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এবং উল্লাপাড়ায় মাছ চাষের অগ্রগতি ও বিভিন্ন পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close