হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৭ জুলাই, ২০১৯

হাটহাজারীতে ছেলেধরা সন্দেহে তিনজনকে গণপিটুনি

চট্টগ্রামের হাটহাজারীতে ছেলে ধরা সন্দেহে তিন প্রতারকে গণপিঠুনি দিয়েছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার উপজেলার ছিপাতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

স্থানিয় সূত্রে জানা যায়, মঙ্গলবার এলাকায় প্রাইভেট কারে কিছু লোক উপজেলা পরিষদ সংলগ্ন একটি মহিলাকে নানা প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে পালিয়ে যায়। এসময় তার শোর চিৎকারে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে প্রতারক দলকে ধাওয়া করে। প্রতারক দল ইছাপুর বাজার দিয়ে উত্তর মেখল হয়ে ছিপাতলী এলাকা চলে যায়। ছিপাতলীতে পৌঁছে বন্যার কারণে তাদের গাড়ী আটকা পড়ে যায়। এসময় স্থানীয়রা তিন প্রতারক দলের সদস্যদের ছেলে ধরা সন্দেহে গণধোলাইয় দেয়। উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি পুড়িয়ে দেয়। প্রতারক দলের সদস্যরা হলেন- লোহাগাড়া উপজেলার আবদুল মালেক (৬০), নুর ইসলাম (৬০), গাড়ী চালক নুর কবির (২৮)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর তিন প্রতারকে আটক করার কথা স্বীকার করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close