ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৭ জুলাই, ২০১৯

খাল ভরাট করে স্থাপনা

জলাবদ্ধতায় ডুবে গেছে বিদ্যালয়ের মাঠ

চারদিকে পানি। স্কুলের মাঠও পানিতে টইটম্বুর। এতে দ্বীপের মতোই দৃশ্য ধারণ করেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোকিল টেক্সটাইল মিল স্কুল। জলবেষ্টিত এই অবস্থায় শিক্ষার্থী হাজিরা প্রায় শূন্যের কোঠায়। সাড়ে ৫০০ শিক্ষার্থীর মধ্যে গত সোমবার উপস্থিত ছিলো মাত্র ৩০-৩৫ জন। এরই মধ্যে বিদ্যালয়ের প্রাথমিক শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম জানান, গত তিন বছর ধরেই বৃষ্টি হলে বিদ্যালয়ের মাঠ ও চারপাশ পানিতে ভরে যাচ্ছে। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই অবস্থা থাকায় বছরের ৭ মাসই তাদের দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না। এ বছর বৃষ্টিপাতের হার বেশি হওয়ায় সমস্যাও বেড়েছে।

সরজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের সামনের খালটির দক্ষিণ প্রান্ত তথা খালের মুখ ভরাট করে ফেলায় পানি সরতে পারছে না। খালের এদিক দিয়েই তিতাসের সঙ্গে যুক্ত খালে পানি সরছে এতোদিন। খাল ভরাট করে সেখানে অনেক স্থাপনা করা হয়েছে। এরপর থেকেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বিশেষ করে ট্রাক মালিক সমিতির অফিস করা হয়েছে খাল ভরাট করে। খালের পানি সরে যাওয়ার জন্যে কোন পাইপ পর্যন্ত দেওয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close