আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১৪ জুলাই, ২০১৯

আমতলীতে সরকারি জমি দখল

নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিল প্রশাসন

বরগুনার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের সরকারী ১ নং খাস খতিয়ানের একটি সরকারি পুকুর অবৈধ ভাবে ভরাট করে বাড়ি নির্মাণের কাজ করছিলেন মো. মজিবুর রহমান নামে কৃষি ব্যাংকের এক মাঠ পরিদর্শক। গত শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার সরেজমিন পরিদর্শন করে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে জরুরী ভিত্তিতে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন। সেই সঙ্গে পানি নিষ্কাসনের জন্য পথ খুলে দেয়ারও নির্দেশ দেন। স্থানিয় সূত্রে জানা যায়, আমতলী পৌরসভাধীন ৩নং ওর্য়াডের চাওড়া মৌজার দাগ নং ৯১৭ এর ১৫ শতাংশ জমি জুড়ে একটি পুরনো পুকুর বালু দিয়ে ভরাট করেন মো. মজিবুর রহমান। পুকুরটি তড়িঘড়ি করে ভরাট করার পরই চার পাশে টিন দিয়ে ঘিরে ভিতরে বহুতল ভবন নির্মাণ করছেন। ভবনটি নির্মাণ হলে ওই এলাকার বাসিন্দাদের বাসা বাড়ীতে সামন্য বৃষ্টিতেই তলিয়ে যাবে। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার বলেন, ‘সরোজমিন পরিদর্শন করে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে অবৈধ স্থপনা উচ্ছেদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ ভূক্তভোগীরা অবিলম্বে এ সমস্যার সমাধানের জন্য প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close