প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ জুলাই, ২০১৯

দুই স্থানে বিদ্যুৎস্পর্শে ৩ জনের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর এলাকার সান্ন্যাল পাড়ায় বাড়ির কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। অপরদিকে, সিরাজগঞ্জের বেলকুচিতে নষ্ট বাল্ব ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তাঁত শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : বগুড়ার শেরপুর পৌর এলাকার সান্ন্যাল পাড়ায় বাড়ির কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে নিহত দুইশ্রমিক হলেন উপজেলার কুসুম্বি ইউনিয়নের চকপোতা ডারকী গ্রামের আব্দুল ছালামের ছেলে শাহ আলম (৩২) ও খানপুর ইউনিয়নের খাগা আশ্রমপাড়া গ্রামের চান্দু সরকারের ছেলে রবিউল ইসলাম (২৮)।

জানা যায়, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে শেরপুর পৌর শহরের সান্ন্যাল পাড়া এলাকায় মোস্তফা খন্দকারের ছেলে ইমরুল খন্দকারের বাড়িতে স্টিলের পাইপ ফিটিংয়ের কাজ করছিল রবিউল ও শাহ আলম। নিচ থেকে ৩ তলায় পাইপ উঠানোর সময় বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত শাহ আলমকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শেরপুর থানার ওসি হুমায়ন কবির জানান, নির্মাণ কাজ করার সময় পাইপ ফিটিংকালে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বেলকুচি (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের বেলকুচিতে নষ্ট বৈদ্যতিক বাল্ব ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (১৮) নামের এক তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে বেলকুচি সদর ইউনিয়নের সাহাপুর এলাকার সরকারি হাঁস প্রজনন কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ আলী উপজেলার দেলুয়ার চর এলাকার মন্টু শেখের ছেলে। এসআই শাহ সুলতান জানান, সরকারি হাঁস প্রজনন কেন্দ্রের ভিতরে বৈদ্যুতিক খুঁটির একটি বাল্ব নষ্ট ছিল। তখন কোনো এক ব্যাক্তি মোহাম্মদ আলীকে ডেকে বাল্বটি ঠিক করতে খুঁটিতে তুলে দেন। এক পর্যায়ে মোহাম্মদ আলী বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close