মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০১৯

মাধবপুরে মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে ২২০০ কোটি টাকার প্রকল্প

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতিকে অমর করে রাখতে সরকার ২২শ’ কোটি টাকা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলোকে অমর করে রাখতে প্রকল্পের টাকা ব্যয় করা হবে। এখন থেকে মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস, ম্বাধীনতা দিবস ও বৈশাখী ভাতা প্রদান করা হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধ পরিদর্শনকালে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক মাহমুদুল হক মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সচিব এস এম আরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী, আলমগীর চৌধুরী, মুক্তিযোদ্ধা অ্যাড. মোহাম্মদ আলী পাঠান, পিপি সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, আব্দুল মালেক মধু প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close