লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০১৯

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইট-বালু দিয়ে গর্ত ভরাট

কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এদিকে, মহাসড়ক সংস্কারে ব্যবহার করা হচ্ছে ইট-বালু। এতে করে ভারী বৃষ্টি হলে রাস্তা আবারও খান্দাখন্দে ভরে যাবে বলে শঙ্কা করছেন স্থানীয়রা। এতে চরম দুর্ভোগ পোহাতে হতে পারে সাধারণ যাত্রীদের। মহা সড়কের বড় বড় গর্ত ইট ও বালু ফেলে ভরাট করেছে দোহাজারী সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কর্তৃপক্ষ।

সরজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের কোথাও কোথাও ইট-বালু দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে। এতে করে কোনো প্রকার সুফল পাওয়া যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃষ্টি কমার পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এসব গর্তের সাময়িক মেরামতের কাজ শুরু করেছে। তাও ইট ও বালি দিয়ে সড়কের গর্তগুলো সংস্কারের কাজ করছে। সাময়িক সংস্কারের কারণে সড়ক উঁচু-নিচু হয়ে যাওয়ায় যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। দোহাজারী সওজ’র নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন বলেন, টানা বৃষ্টির কারণে সংস্কার কাজ পুরোপুরি করা সম্ভব হচ্ছে না। আপাতত ইট-বালু দিয়ে গর্তগুলো ভরাট করার কাজ চলছে। বৃষ্টি কমে গেলে নতুন করে সংস্কার কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close