প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ জুলাই, ২০১৯

বিশ্ব জনসংখ্যা দিবস

পরিকল্পিত পরিবারের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি রোধ সম্ভব

‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

খুলনা : খুলনায় দিবসটি উপলক্ষে সকালে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক, এডিসি (সার্বিক) জিয়াউর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল আলীম।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি হেলালা উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক তরিকুল ইসলাম, সহকারি পরিচালক ডা. আলতাফ হোসেন, সিভিল সার্জন সাইফুল ইসলাম প্রমুখ।

ভোলা : ভোলায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মাহাবুবুর রহমান, এডিসি (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলাম, এডিসি (রাজস্ব) মো. সেলিম রেজা, এএসপি রাসেলুর রহমান, জেলা মাধ্য?মিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র দাস প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় শহরের লোকনাথ দিঘীরপাড় থেকে একটি র‌্যালি বের হয়ে সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন ডা. মো. শাহ আলম, এএসপি (সদর দপ্তর) আবু সাঈদ, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, মাসুম ইফতেখার প্রমুখ। সভাপতিত্ব করেন উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম।

ফরিদপুর : ফরিদপুরে র‌্যালি শেষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। বক্তব্য দেন এএসপি মো. জামাল পাশা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আফজাল হোসেন, মোহাম্মদ আলী সিদ্দিকী, ডা. সানোয়ার হোসেন, মো. কামরুল হাসান প্রমুখ।

গাজীপুর : গাজীপুরে দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লাজু সামসাদ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন। বক্তব্য দেন অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, তুমুলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া, নাজনীন খানম, ডা. আজিজুল ইসলাম, নুরে জান্নাত, কাজল রেখা প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে আলোচনা সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জাহিদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, এডিসি (সার্বিক) আরিফ-উজ-জামান, রবিউল ইসলাম, জেলা বিএমএ’র সম্পাদক ডা. দুলাল চক্রবর্তী, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল।

মেহেরপুর : মেহেরপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন। বক্তব্য দেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিন, জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.অলোক কুমার দাস, উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রমুখ।

নওগাঁ : নওগাঁয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আব্দুল মালেক, এএসপি রাশিদুল হক, পরিবার পরিকল্পনার সহকারী উপ-পরিচালক ডা. কামরুল আহসান টিপু সহ প্রমুখ।

ঝালকাঠি : ঝালকাঠিতে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর। সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, এডিসি (রাজস্ব) এস এম ফরিদ উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, ফেরদৌসি বেগম, হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ।

নাটোর : নাটোরে র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এসএম জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সাজেদুর রহমান খান, এডিসি আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আর কে সাহা প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ার‌্যান রনধীর কুমার দেব। বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়।

পটুয়াখালী : পটুয়াখালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিনের নেতৃত্ব একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন এডিসি (রাজস্ব) মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লোকমান হাকিম।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেসার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বশাক, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বাস সিরাজুল হক পান্না, উপজেলা পরিবার পরিকল্পনা বিপন কুমার বালাসহ অন্যান্য।

রানীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় র‌্যালি পরবর্তী আলোচনায় ইউএনও মৌসুমী আফরিদা সভাপতিত্বে সভায় প্রধান অতিধি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন। আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, স্বাস্থ্য কল্যাণ মাঠ কর্মী শিরিন আক্তার প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈরে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভার সভপতিত্ব করেন ইউএনও সোহানা নাসরিন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনায় কলমাকান্দায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র‌্যালি ও সম্মাননা প্রদানের মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ইউএনও (ভারপ্রাপ্ত) রুয়েল সি সাংমা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার। বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিজয় প্রকাশ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন, ওবায়দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি তালুকদার ও সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ। সভা শেষে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অলক কুমার সিংহ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রংছাতি, পরিদর্শিকা অনিতা পন্ডিত, পরিবার কল্যাণ সহকারি অর্চনা ঘাগ্রা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শামীম আলম, নাজিরপুর সূর্য্যরে হাসি ক্লিনিক ও শ্রেষ্ঠ ইউপি হিসেবে রংছাতি ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভার সভপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। এতে বক্তব্য দেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকিয়া হায়দার, রবীন্দ্র গবেষক প্রফেসর ড. আশরাফুল ইসলাম প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ইন্সেপেক্টর মো. সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং প্রজেক্ট অফিসার কেয়ার বাংলাদেশ অনন্ত কুমার পাল প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালি ও পুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প.প. কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আব্দুস সালাম চৌধুরী। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. রইছ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মীরু সামছুন্নাহার নিরু, কাজিহাল ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, সমাজ সেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামান, সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ এটিএম হামীম আশরাফ। পরে ৬টি ক্যাটাগরিতে ৬জনকে ক্রেস্ট উপহার তুলে দেন।

মুক্তাগাছা (ময়মনসিংহ) : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে মুক্তাগাছা এপি, মুক্তাগাছা সাউথ এপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, প.প. কর্মকর্তা আলী আমজাদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তাগাছা এপি ম্যানেজার ন¤্রতা হাউই, পোগ্রাম অফিসার রাশেদুল আলম, সিক্তা চাম্বুগং, পলাশ হিউবার্ট, মৌসুমি আক্তার প্রমুখ।

পাথরঘাটা (বরগুনা) : রগুনার পাথরঘাটা উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি পরবর্তী অলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউন মো. হূমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। বক্তব্য দেন উপজেলা প.প. কর্মকর্তা ডা. বিজলি বালা মিত্র, উপজেলা আ.লীগের সম্পাদক জাবির হোসেন, ওসি (তদন্ত) সাইদুল ইসলাম, প্রেসক্লাবের সম্পাদক জাকির হোসেন খান, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, উপজেলা প.প. সহকারী মোসা. কহিনুর আক্তার প্রমুখ।

মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে র‌্যালি পরবর্তী অলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা প.প. কর্মকর্তা একেএম রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, এনজিও সংস্থা ল্যাম্পের উপজেলা কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, এম ও এম সি ধীরেন চন্দ্র বর্মন, উপজেলা পরিবার পরিকল্পনা কমর্কতা আক্তারুজ্জামান, এফডাব্লিউএ মমতাজ বেগম ও ফার্মাসিস্ট আখতারুল ইসলাম প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র‌্যালি পরবর্তী অলোচনা সভায় প.প. কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড সাইফুল ইসলাম কমল। সহকারী প.প. কর্মকর্তা হাফিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীনুর বশীর, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্পাদক গাজীউল হক চৌধুরী, সাংবাদিক ও শিক্ষক বেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে র‌্যালি পরবর্তী অলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ, প.প. কর্মকর্তা সানজিদা আহমেদ, ডা. অহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যালি পরবর্তী অলোচনা সভায় ইউএনও (ভারপ্রাপ্ত) শিফা নুসরাতের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, কামারখন্দ সার্কেলের সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর, কামারখন্দ প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেবেকা সুলতানাসহ অন্যান্য।

কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালী র‌্যালি পরবর্তী অলোচনা সভায় উপজেলা প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আবুল কালাম আজাদ এর সভাপত্বিতে বক্তব্য দেন ইউএনও ইসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহাম্মেদ সুমন, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ রিয়াজ আহাম্মদ নাহিদ, সাংবাদিক জিয়াদুল হক, হাসিনা আক্তার, রেজিনা ইয়াসমিন প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে র‌্যালি পরবর্তী অলোচনা সভায় উপজেলা প.প. কর্মকর্তা পলাশ কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, এইউএফপিও পূর্ণচন্দ্র হালদার, ইউএফপিএ সুজিত পোদ্দার, এফপিআই আব্দুল জলিল, মনি মোহনসহ অন্যান্য।

কয়র (খুলনা) : খুলনার কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ও সুশিলন নিরাপদ-২ প্রকল্পের সহযোগিতায় র‌্যালি পরবর্তী অলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মো. নুর ই-আলম ছিদ্দিকি। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, প.প. কর্মকর্তা ড. তুহিন কান্তি ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, ওর্য়াল্ড ভিশনের রায়হান, নিরাপদ-২ প্রকল্পের রানু বর্মন প্রমুখ।

হাকিমপুর (দিনাজপুর) : দিনাজপুর হাকিমপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র‌্যালি পরবর্তী অলোচনা সভা উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, প.প. কর্মকর্তা মামুনুর রশীদ, ডা. আতিকুর রহমানসহ অন্যান্য বক্তব্য দেন।

হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন। পরে অলোচনা সভায় ইউএনও (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং প.প. কর্মকর্তা গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলগীর হোসেন রনি। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলিসহ অন্যান্য।

গঙ্গাচড়া (রংপুর) : রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং ল্যাম, বর্ন অন টাইম প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠিত র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, ইউএনও তাসলীমা বেগম। পরে অলোচনা সভায় উপজেলা প.প. কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর বিভাগের রিজিওনাল কনসালটেন্ট (এফপিসিএস-কিউআইটি) ডা. আহমেদ মুনাফ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শামসুজ্জামান প্রধান। এফপিআই রবিউল ইসলামের উপস্থাপনায় আরো বক্তব্য দেন সাংবাদিক আব্দুল বারী স্বপন, এফএফআই হুমায়ুন কবির, এফপিআই ইমরান হোসেন, রাকিবুল হাসান, মাজেদুল ইসলাম, এসএসিএমও আহসান হাবিব, এফডব্লিউএ মাহবুবা আক্তার, এফএনএ যাওজিয়া ইয়াসমিন, টিসি শাহানা ইয়াসমিন।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর পরিবার পরিপল্পনা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদে প্রধান অতিথি ছিলেন ইউএনও মেহের নিগার, বিশেষ অতিথি ছিলেন চান্দুরা ইউপি চেয়ারম্যান সামিউল হক চৌধুরী, বুধন্তী ইউপি চেয়ারম্যান হাজী জিল্লু মিয়া। এর সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সম্পাদক রাসেল খাঁন।

বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও বেসরকারি সংস্থা সূর্যের হাসি নেটওয়ার্কের উদ্যোগে র‌্যালি পরবর্তী অলোচনার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিন্তে মতিন। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ রাসেল রেজা, আ.লীগের সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস, মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, প.প. কর্মকর্তা রবীন বিশ্বাস, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মো. রবিউল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা স্বপ্না মজুমদার প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে র‌্যালি, আলোচনা সভা ও সেরা কর্মীদের হাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান। আরো বক্তব্যদেন মহিলা ভাইস-চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা প.প. কর্মকর্তা মো. আলমগীর হোসেন, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, বর্তমান সম্পাদক মো. আবু সাইদ খোকন প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র‌্যালি পরবর্তী অলোচনা সভায় ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প.প. কর্মকর্তা ডা. সোনিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার প্রমুখ।

বেড়া (পাবনা) : পাবনা বেড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও বিশেষ অবদান রাখার জন্য সনদ বিতরণ করা হয়। সহকারি কমিশনার (ভূমি) মো. রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়লা শারমিন (ইতি)। বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, অলোক কুমার পাল, উপজেলা প.প. কর্মকর্তা সরদার মোহাম্মদ মিলন মাহমুদ, আল মাহমুদ সরকার, সভাপতি নাগরিক কমিটি বেড়া, বেড়া মেডিকেল অফিসার নাজমুল হক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close