শাবিপ্রবি প্রতিনিধি

  ১০ জুলাই, ২০১৯

শাবিপ্রবির উন্নয়নে ৯৮৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিকতর উন্নয়নে ৯৮৭ কোটি ৭৯ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এ প্রকল্পের আওতায় রয়েছে ছাত্রীদের জন্য দুইটি পৃথক আবাসিক হল নির্মাণ, শিক্ষক-কর্মকর্তা ও কমচারীদের জন্য আবাসিক ভবন তিনটি, একাডেমিক ও প্রশাসনিক ভবন ৬টি, মসজিদ নির্মাণ, বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণসহ মোট ১৮টি ভবন নির্মাণ।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘এই প্রকল্প পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের আকাঙ্খা পূরণ হতে চলছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close