কুমিল্লা প্রতিনিধি

  ১০ জুলাই, ২০১৯

কুমিল্লায় বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৭ শিশুর জন্ম

কুমিল্লায় বিয়ে ১০ ববছর পর এক সঙ্গে ৭ শিশুর জন্ম দিয়েছেন দেবীদ্বার উপজেলার জয়পুর গ্রামের রেখা আক্তার (২৫)। গত সোমবার সকালে হাসপাতালে এই সন্তান প্রসব করেন তিনি। তবে শেষ নবজাতকের কাউকেই বাঁচান যায়নি। প্রায় দশ বছর আগে জেলার দেবিদ্বার উপজেলায় জয়পুর গ্রামের মো. জামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় রেখার। জামাল হোসেন ৯ মাস যাবৎ আরব আমিরাতে কর্মরত আছেন। প্রসূতির পারিবারিক সূত্রে জানায়, বিয়ের দশ বছর পর এবারই প্রথম গর্ভধারণ করেন রেখা আক্তার। এতে ৭ সন্তান গর্ভে ধরেন তিনি। এর মধ্যে ৪ পুত্র সন্তান ও ৩ কন্যা সন্তান। গত সোমবার ভোর ৬টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এই সন্তান প্রসব করেন তিনি। তারা জানানা, গত রোববার রাত সাড়ে আটায় দেবীদ্বার শিশু মাতৃ হাপাতালের শিশু ও গাইনী বিভাগীয় ডা. শারমীন জাহান নেন্সী প্রাথমিক চেষ্টায় একটি শিশু ডেলিভারী করানো হয়। পরে বাকী শিশুগুলো ডেলিভারীতে সমস্যা হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালের গাইনী বিভাগীয় প্রধান ডা. সুরুজা জাহান নরমাল ডেলিভারীর মাধ্যমে একের পর এক স্বাভাবিক ডেলিভারীর কাজ সম্পূর্ণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close