রংপুর ব্যুরো

  ০৯ জুলাই, ২০১৯

কাউনিয়ায় পাঠাগারের সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরের কাউনিয়ায় একটি পাঠাগার ও ক্লাবের জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় যুব সমাজ। গতকাল সোমবার বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু চওড়া পাড়া গ্রামের শিবু সততা পাঠাগার ও ক্লাব চত্বরে এ সংবাদসম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মিজানুর রহমান খোকন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৫ সালে ৩৭জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় শিবু সততা পাঠাগার ও ক্লাব। তারপর পাঠাগার ও ক্লাবের নামে ৩ শতাংশ জমি শর্তসাপেক্ষে দান করেন মরহুম ইসমাইল হোসেন নামের জনৈক এক ব্যক্তি। কয়েক বছর এটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি ওই ক্লাবের নেতৃত্বে থাকা তসলিম উদ্দিন বুলু, হাবিবুর রহমান হবি ও রমজান আলী ওই জমি বিক্রয় বিজ্ঞপ্তির নোটিশ দেন। এমতাবস্তায় স্থানিয় যুবকরা ওই জমি পাহারা দিচ্ছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ চেয়েছেন।

কুর্শা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার প্রতিদিনের সংবাদকে বলেন, শিবু সততা পাঠাগার ও ক্লাব নামে একটি সংগঠন আছে আমি জানি। ক্লাবের সম্পত্তি কেউ যদি বিক্রয়ের চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close