মহানগর (সিলেট) প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৯

সিলেটে সুরমা তীরের শতাধিক স্থাপনা উচ্ছেদ

সিলেট নগরের কাজিরবাজার এলাকায় সুরমা নদীর তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ ভ্রাম্যমান আদালতে অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই যৌথ অভিযান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজিরবাজার খেয়াঘাট এলাকায় ৩৩টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া মাছবাজার এলাকায় আরো ৩০টিসহ শতাধিক অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হয়। পাশাপাশি অন্যান্য অবৈধ স্থাপনা মালিকদের জায়গা খালি করে দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগে অবৈধ দখলদারদেরকে জায়গা খালি করতে নোটিশ প্রদানের পাশাপাশি তিনদিন আগে পুনরায় মাইকিংও করা হয়েছে। এতে দখলদাররা সাড়া না দেওয়ায় গতকাল স্থাপনাগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে।

এই বিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close