শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৯

শ্রীনগরে সিন্দুক ভেঙে ৩২ ভরি স্বর্ণ লুট

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি স্বর্ণের দোকানের সিন্দুক ভেঙে প্রায় ৩২ ভরি স্বর্ণ লুট হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার সিংপাড়া বাজারে পূজা স্বর্ণ শিল্পালয় থেকে এসব স্বর্ণ লুট হয়। এছাড়া ২৫০ ভরি রুপা ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা লুট করে মুখোশধারী ডাকাত দল। এসময় ওই দোকানের ভিতরে থাকা মালিকের বড়ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ডাকাতরা।

প্রতিষ্ঠানটির মালিক টোটন চন্দ্র রায় বলেন, ২০-২৫ জনের একটি ডাকাত দল আমার দোকানের কাঠের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় আমার বড় ভাই নেপাল রায় (৫০) ডাকাতদের বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মুখোশধারী ডাকাতরা দোকানে থাকা ২টি সিন্ধুক ভেঙে প্রায় ৩২ ভরি স্বর্ণ, ২৫০ ভরি রুপা এবং নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ওসি মো. ইউনুচ আলী বলেন, দোকানে ডাকাতির আলামত পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close