জাবি প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৯

গ্যাসের মূল্যবৃদ্ধি

প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। গতকাল রোববার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা এবং সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুই দফা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন জোটের নেতাকর্মীরা। পরে জয় বাংলা গেট থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে মুরাদ চত্বরে এসে কর্মসূচী শেষ করেন।

অবরোধ চলাকালে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ বলেন, গ্যাস বাংলাদেশের প্রধান জ্বালানি। এই জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে। বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে সবকিছুরই দাম বেড়ে যাবে। সুতরাং গ্যাসের মূল্য বৃদ্ধি পেলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে, জীবনযাত্রা কঠিন হয়ে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close