ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০১৯

ধোবাউড়ায় শিক্ষকের যোগসাজশে স্কুলমাঠে পশুর হাট

ময়মনসিংহের ধোবাউড়ায় স্কুল মাঠে বসে পশুর হাট। উপজেলার গোয়াতলা উচ্চবিদ্যালয় মাঠে দীর্ঘদিন ধরে এই হাট বসছে। গোয়াতলা ইউনিয়নের সর্বোচ্চ বিদ্যাপিঠটিতে গরু ছাগলের হাট বসানোয় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে একদিকে সমস্যা সৃষ্টি হচ্ছে খেলাধুলার অপরদিকে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা উচ্চবিদ্যালয়ের প্রতি শুক্রবার বসানো হয় গরু ছাগলের হাট। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশেই এই হাট বসে বলে স্থানীয়রা অভিযোগ করেন। ইজারাদারের সঙ্গে সরকারী চুক্তি অনুযায়ী বাজারের চুক্তিবদ্ধ জায়গা ছাড়া অন্য কোথাও পশুর হাট বসাতে পারবেনা। এমনকি ইজারাদার নিজের খরচে হাট পরিষ্কার করবে। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের যোগসাজশে ইজারাদার গরু ছাগলের হাট বসাচ্ছেন। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় এক মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন জানান, আমরা এর প্রতিবাদ করলে প্রধান শিক্ষক আমাদের নিয়ে কটুক্তি করেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আমার ব্যাক্তিগত কোন বিষয় না, পশুর হাটটি দীর্ঘদিন ধরে চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close