নোয়াখালী প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০১৯

শিক্ষকের বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচরে প্রাথমিক বিদ্যালয়ের নাসিম ফারুকি নামে এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তার অপসারণ ও বিচারের দাবিতে গতকাল শনিবার সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে আমরা সুবর্ণচরবাসীর ব্যানারে মানববন্ধন হয়েছে। আধাঘন্টাব্যপী এ কর্মসূচিতে সুবর্ণচর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মো. রফিক উল্যাহ্, নুর হোসেন বাবু, নিজাম উদ্দিন, মহিম উদ্দিন ও তানভীর মাহমুদসহ অন্যন্য।

বক্তারা বলেন, নাসিম ফারুকির নিজ বাড়ি হাতিয়া উপজেলায় হলেও মিথ্যা তথ্য দিয়ে সুবর্ণচরে চাকরি নেন। এখানে এসে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে সখ্য গড়ে বদলি বাণিজ্য করে যাচ্ছে। তিনি স্কুল চলাকালীন সময় ক্লাস না করিয়ে শিক্ষা অফিসারের কার্যালয়ে অবস্থান করেন। বক্তরা অভিযোগ করেন, নাসিম ফারুকি লাখ লাখ টাকার বিনিময়ে হাতিয়া উপজেলার লোকজনকে সুবর্ণচর উপজেলায় বদলি করে আনেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close