ঠাকুরগাঁও প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০১৯

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় পর্যায়ে ধান সংগ্রহ শুরু

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় পর্যায়ে সরকারি ভাবে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার আক্চা ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের মধু সুধন ও কানু রামের বাড়িতে গিয়ে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহম্মদ কামরুজ্জামান সেলিম।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কৃষকরা যেন প্রকৃত মূল্য পায় সেজন্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করছেন। এতে করে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন। কোন কৃষককে কম দামে হাট-বাজারে ধান বিক্রি করতে হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close