ফরিদপুর প্রতিনিধি

  ২৫ জুন, ২০১৯

ফরিদপুরে আইজিপি

পুলিশ মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে

‘জঙ্গি-মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ সেøাগানকে সামনে রেখে ফরিদপুরে মাদক, জঙ্গি এবং সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত কয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ বাহিনী মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা রাখছি অচিরেই জঙ্গিবাদের মতো করে মাদককেও নির্মূল করা হবে। তিনি আরো বলেন, শুধু সাধারণ জনগণই নয়, মাদকের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

পরে দুপুর ১২টায় দিকে আইজিপি নারী পুলিশ ব্যারাক ভবন, জেলা পুলিশের মাল্টিপারপাস হল রুমসহ ছয়টি কাজের উদ্বোধন করেন। এরপর তিনি মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী র‌্যালির উদ্বোধন করেন। পরে এক সমাবেশে পুলিশ সুপার জাকির হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন আইজিপি ড. মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আ.লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close