প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ জুন, ২০১৯

বিশ্ব পরিবেশ দিবস

আসুন বায়ুদূষণ রোধ করি

‘আসুন বায়ুদূষণ রোধ করি’ স্লোগানে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ বছর বক্তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় সব প্রকার সম্পদ ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, প্রতি বছর ৫ জুন বিশ্বে পরিবেশ দিবস হলেও এই দিন বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয়। এ কারণে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দিবসটি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

গাইবান্ধা : জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা আ.লীগের সম্পাদক আবু বকর সিদ্দিক, এএসপি আব্দুল আউয়াল, উপজেলা কৃষি অফিসার মো. আল ইমরান, আবেদুর রহমান স্বপন প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দুররে শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম.রশিদুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মুরাদ খান।

ভোলা :জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে আয়োজনে বণার্ঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়ার সভাপত্বিতে সভায় প্রধান অতিথি ছিলেন এডিসি (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা উপকূলীয় বন বিভাগ ভোলা মো. ফরিদ মিঞা, সহকারী কমিশনার (ভূমি) মো. কাউসার হোসেন, স্কাউট ভোলা জেলা সম্পাদক জাকির হোসেন তালুকদার।

ঝিনাইদহ : জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, এডিসি (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর ইউএনও শাম্মী ইসলাম, সহকারী বন সংরক্ষক খন্দকার গিয়াস উদ্দিন, জেলা পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদ আহম্মেদ সঞ্জু, সম্পাদক মিজানুর রহমান, সনাক সহ-সভাপতি নাসরিন ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

ময়মনসিংহ : জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিতে বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পরিবেশ অধিদপ্তর পরিচালক ফরিদ আহমদসহ বিভাগীয়-জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে টাউন হলে তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, এএসপি হুমায়ুন কবির, পরিবেশ অধিদপ্তর পরিচালক ফরিদ আহমদ প্রমুখ। পরে অংশগ্রহনকারিদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

নাটোর : টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে ‘বায়ু দূষণ রোধে চাই আইনের যথাযথ প্রয়োগ এবং কার্যকর জবাবদিহিতা’ প্রতিপাদ্যে নাটোরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সভাপতি রনেন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য ও দুপ্রক সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বেগম হামিদা বানু, রফিকুল ইসলাম নান্টু,নাটোর জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মনিমুল হক, স্বজন সদস্য অ্যাডভোকেট খগেন রায়, সাংবাদিক মাহবুব হোসেনসহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।

এদিকে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে আয়োজনে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, স্থানীয় সরকার পরিচালক গোলাম রাব্বি, এডিসি (সার্বিক) আশরাফুল ইসলামসহ অন্যান্য। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী : জলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী এর আয়োজনে পটুয়াখালীতে চিত্রাংকণ প্রতিযোগিতা, র‌্যালি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বায়ূ দূষণ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী। সভায় সহকারী কমিশনার উম্মে হাবিবার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. গোলাম সরোয়ার, জেলা উপকূলীয় পরিবেশ রক্ষা কমিটির আহবায়ক স.ম. দেলওয়ার হোসেন দিলিপ, কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি আবদুল মোতালেব মোল্লা। বক্তব্য রাখেন এসডি নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, সমাজ সেবিকা মাহফুজা ইসলাম , সাংবাদিক জালাল আহম্মেদ প্রমুখ।

গাজীপুর : বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিবেশবিদদের সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে গাজীপুরে দিবসটি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ কবীর। ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আখতার হোসাইন খান। এডিসি (সার্বিক) মো. নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কামরুল ইসলাম, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার।

পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় র‌্যালিটি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তাব্য দেন জেলা পরিষদের সদস্য ও পাথরঘাটা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্ব এমএ খালেক। বক্তব্য দেন ওসি (তদন্ত) মো. সাইদুর রহমান, পাথরঘাটা প্রেসক্লাবের সম্পাদক জাকির হোসেন খান, সুশীলনের উপজেলা ব্যাবস্থাপক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ ইউএনও মো. শিবলী সাদিকের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থীর হাতে ফলদ-বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, থানার ইন্সপেক্টর (অপারেশন) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শিমুল কুমার সাহা। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ইউএনও রামকৃষ্ণ বর্মন। অন্যানের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ।

বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাবলু। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, ভাইস-চেয়ারম্যান মোকাদ্দেস আলী, রিজিয়া আজিজ সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টারের শিক্ষক ও শিক্ষার্থীরা।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় র‌্যালি শেষে ইউএনও আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল আকতার, কৃষি কর্মকর্তা শামীমা নাজনীনসহ অনেকে। পরে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close